সর্বশেষ :

চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১০প্রার্থীর মধ্যে ৯জনের মনোনয়ন বৈধ ঘোষণা


নজরুল ইসলাম, চট্টগ্রামঃ 
প্রকাশের সময় : মে ৬, ২০২৪ । ১২:৪১ অপরাহ্ণ
চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১০প্রার্থীর মধ্যে ৯জনের মনোনয়ন বৈধ ঘোষণা
চেয়ারম্যান পদে উপজেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা ফারুকীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে)
চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর,
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের সদ্য পদত্যাগ করা সদস্য আবু আহমেদ চৌধুরী জুনু, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী, ব্যবসায়ী জসীম উদ্দীন আহমেদ, জোয়ারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহম্মদ হোসেন ফকির (আমিরী) এর মনোনয়ন ফরম বৈধ ঘোষণা করা হয়েছে।
ভাইস-চেয়ারম্যান পদে বর্তমান ভাইস-চেয়ারম্যান মৌঃ মোঃ সোলাইমান ফারুকী, অধ্যাপক মোহাম্মদ একরামুল হোসেন ও রূপম দেব এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এছাড়া মহিলা ভাইস-চেয়ারম্যান পদে একক প্রার্থী উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী খালেদা আক্তার চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ফলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে তিনি।
আগামী ২৯ মে  চন্দনাইশ উপজেলার দুইটি পৌরসভা ও আটটি ইউনিয়নে ৬৮টি ভোট কেন্দ্রের ৪৪১টি ভোট কক্ষে মোট ১ লাখ ৯১ হাজার ৬০৭ জন ভোটার ভোট প্রদান করে আগামী ৫ বছরের জন্য তাঁদের প্রতিনিধি নির্বাচিত করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১০১৫৫১ জন এবং নারী ভোটার ৯০০৫৬ জন।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১