সর্বশেষ :

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত


মোঃ আনোয়ার হোসেন,ঝিনাইদহ:
প্রকাশের সময় : মে ৪, ২০২৪ । ৪:১৫ অপরাহ্ণ
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ-১(শৈলকুপা) আসনের জাতীয় সংসদ উপ-নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।আজ বিকাল ৩টার সময় শৈলকুপা উপজেলার ১১নং আবাইপুর ইউনিয়নের যুগনি গ্রামে শৈলকুপা উপজেলা বাংলাদেশে আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) শাখার আয়োজনে এ মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি,ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বার বার  নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল হাই মৃত্যুবরণ করাই আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫জুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) কেন্দ্রীয় কমিটির সভাপতি ও প্রিয়াংকা গ্রুপের চেয়ারম্যান জনাব সাইদুর রহমান সজল।

সভাপতিত্ব করেন ১১নং আবাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বিল্লাল হোসেন মুন্সী। অনুষ্ঠান পরিচালনা করেন শৈলকুপা উপজেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি শহিদুল ইসলাম ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটই  বঙ্গবন্ধু মেমোরিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব বাবলুর রহমান সর্দ্দার, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম ১১ নং আবাইপুর ইউনিয়ন শাখার সভাপতি জনাব আব্দুল ওয়াদুদ শেখ,

বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম শৈলকুপা উপজেলা শাখার সভাপতি মোঃ দুলাল হোসেন,সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বাদশা, সাংগঠনিক সম্পাদক সহিদুজ্জামান শহিদ, ১৫ নং ফুলহরি ইউনিয়ন শাখার সভাপতি আমজাদ মাস্টার, ২নং মির্জাপুর ইউনিয়ন শাখার সভাপতি মোকলেচুর রহমান মুকুল, ১৪নং দুধসর ইউনিয়ন শাখার সভাপতি আব্দুস সাত্তার,

৫নং কাঁচেরকোল ইউনিয়ন শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইউনুচ মাষ্টার, ১১ নং আবাইপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোজাহার হোসেন, সাবেক মেম্বার রবিউল আলমসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সাইদুর রহমান সজল বলেন – গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ জুন ঝিনাইদহ-১(শৈলকুপা) আসনের জাতীয় সংসদ উপ-নির্বাচনে যে প্রার্থীকেই নৌকা প্রতিক দিবেন আমরা সেই প্রার্থীকে বিজয়ী করতে মাঠে ঝাপিয়ে পড়বো।

সবাইকে মনে রাখতে হবে নৌকার বিজয় মানে আওয়ামী লীগের বিজয় দেশরত্ন শেখ হাসিনার বিজয়। জনাব আব্দুল হাই ছিলেন ৭১ এল রঙ্গানের বীর মুক্তিযোদ্ধা ঝিনাইদহে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনকারী সাহসী বীর সৈনিক।

আজ তিনি আমাদের মাঝে নেই কিন্তু তার বিজয়গাঁথা স্মৃতি নিয়ে আমরা বুকে ধারণ করে বেঁচে থাকতে চাই।আপনাদেরকে মনে রাখতে হবে একটি কুচক্রী মহল পানি ঘোলা করার চেষ্টা করছে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১