শ্রীমঙ্গলে ঝড়ে ক্ষতিগ্রস্থ ২২২টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন কৃষিমন্ত্রী


কপিল দেব মৌলভীবাজার:
প্রকাশের সময় : মে ১, ২০২৪ । ১২:২০ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে ঝড়ে ক্ষতিগ্রস্থ ২২২টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন কৃষিমন্ত্রী
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সম্প্রতি কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি
সম্প্রতি কালবৈশাখী ঝড়ে শ্রীমঙ্গল উপজেলায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকা পরিদর্শন ও উপজেলা প্রশাসনের (উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা  ও ত্রাণ বিভাগ) আয়োজনে উপজেলার ২২২টি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, নগদ টাকা ও ঢেউটিন বিতরণ করা হয়।
মঙ্গলবার(৩০ মে) সকালে  ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে কৃষি মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি ক্ষতিগ্রস্ত মানুষের সাথে মতবিনিময় করেন এবং উপজেলার ২২২টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, নগদ টাকা ও ঢেউটিন বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উনার কন্যা ও শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানা, শ্রীমঙ্গল  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) স্বন্দীপ তালুকদার,
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান এবং উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দসহ আরও অনেকেই।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১