সর্বশেষ :

কাহালু পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী লাঞ্চিত ঘটনায় মূল আসামীকে গ্রেফতারের দাবীতে  পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের মানব বন্ধন 


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মে ১, ২০২৪ । ১:২৮ অপরাহ্ণ
কাহালু পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী লাঞ্চিত ঘটনায় মূল আসামীকে গ্রেফতারের দাবীতে  পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের মানব বন্ধন 
বগুড়ার কাহালু পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী ও পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এখলাস হোসেনের উপর অতর্কিত হামলাকারী  মূল আসামী মাসুম রব্বানী ওরফে মাসুম (৪০)কে অভিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বুধবার বেলা ১১টায় চারমাথায় মানব বন্ধন করেন কাহালু পৌরসভা সার্ভিস এসোসিয়েশন।
মানব বন্ধনে সভাপতিত্ব করেন  কাহালু পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ। উল্লেখ্য যে, গত ২৫ এপ্রিল কাহালু পোষ্ট অফিস এলাকায় পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী ও পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ,
এখলাস হোসেনকে লাঞ্চিত ও মারপিট করেন কাহালু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ লালুর ছেলে মাসুম রব্বানী মাসুম।  সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায়   উপ-সহকারী প্রকৌশলী এখলাস হোসেন গত ২৭ এপ্রিল কাহালু থানায় মামলা দায়ের করেন।
উক্ত মানব বন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন  কাহালু পৌরসভার প্যানেল মেয়র ইউসুফ আলী, কাহালু পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী ও পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এখলাস হোসেন, উপ-সহকারি প্রকৌশলী (ওয়াটার সুপার) শরিফুল ইসলাম, বগুড়া জেলা ও কাহালু পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফখরুল ইসলাম,
পৌর কাউন্সিলর শাহজাহান আলী সাহা, হাফেজ নজরুল ইসলাম সাইফুল, আলহাজ্ব জাহিদুর রহমান, ইব্রাহীম আলী, আব্দুল আলীম, শিউলি রানী দেব, কাহালু পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সহ-সভাপতি শফিকুল ইসলাম, শফি কামাল, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম লিটন প্রমূখ।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালু পৌরসভার সাবেক কাউন্সিলর আসমা খাতুন সহ অত্র পৌর সার্ভিস এসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ এবং কর্মচারীবৃন্দ ও বিভিন্ন শ্রেণীর পেশাজীবী লোকজন।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১