সর্বশেষ :

মৌলভীবাজারে অনুর্ধ্ব-১৬ বছরের শিক্ষার্থীদের মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ শুরু


কপিল দেব মৌলভীবাজার:
প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২৪ । ৭:০৬ অপরাহ্ণ
মৌলভীবাজারে অনুর্ধ্ব-১৬ বছরের শিক্ষার্থীদের মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ শুরু
তৃণমূল পর্যায়ে খেলাধুলার সার্বিক প্রসার ও উন্নয়নের লক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের আওতায় মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় অনুর্ধ্ব-১৬ বছরের মাধ্যামিক পর্যায়ের বালক-বালিকাদের নিয়ে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সদর উপজেলার আজমনি বহুমূখী হাই স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধনী করা হয়।
আজমনি বহুমূখী হাই স্কুল এন্ড কলেজর গভর্নিং বডির সভাপতি মোঃ আবু সুফিয়ান এর সভাপতিত্বে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিসেব উপস্থিত ছিলেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক সুবাস চন্দ্র সরকার।
বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক নজরুল ইসলাম মুহিব।
সাঁতার প্রশিক্ষণে মাধ্যমিক পর্যায়ের ৪০জন বালক ও বালিকা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ প্রদান করবেন আজমনি বহুমূখী হাই স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক শফিকুল ইসলাম মিলন।
সাঁতার প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণার্থীদের মাঝে জেলা ক্রীড়া অফিস কর্তৃক পোশাক ও সাঁতার প্রশিক্ষণসামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ, জেলা ক্রীড়া অফিসের কমল অধিকারী সহ আজমনি বহুমূখী হাই স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীগণ এবং অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০