সর্বশেষ :

দাগনভূঞায় কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার বিতরণ 


আফতাব মমিন, ফেনীঃ 
প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২৪ । ৮:২৯ অপরাহ্ণ
দাগনভূঞায় কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার বিতরণ 
ফেনী’র দাগনভূঞায় কৃষকদের মাঝে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি  যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তায় ভর্তুকির বরাদ্দকৃত  বাংলা মার্কের ২টি ও আদি কোম্পানির ১টি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মাঝে ৩টি কম্বাইন্ড হারভেস্টারের চাবি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মহিউদ্দিন মজুমদার  এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন,
উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা লুৎফুল হায়দার ভূঁইয়া ও দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ। এছাড়াও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তারা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানাগেছে, ২০২৩-২৪ অর্থ বছরে উন্নয়ন সহায়তা (ভর্তুকি) কার্যক্রমের আওতায় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে কৃষি উন্নয়ন প্রকল্পের অধীন উপজেলার তিনজন কৃষকের মাঝে তিনটি কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়।
বাংলা মার্কের প্রতিটি কম্বাইন হারভেস্টারের মূল্য ২৯ লাখ ৭৫ হাজার টাকা। এরমধ্যে সরকার ভর্তুকি প্রদান করেন ১৪ লাখ ৭৫ হাজার টাকা। আদি কোম্পানির ১টি কম্বাইন হারভেস্টারের মূল্য ৩২ লাখ ৫০ হাজার টাকা। এরমধ্যে সরকার ভর্তুকি প্রদান করেন ১৫ লাখ ২৫ হাজার টাকা।
কম্বাইন হারভেস্টার পেলেন যারা- উপজেলার রাজাপুর ইউনিয়নের পূর্ব রামচন্দ্রপুর গ্রামের কৃষক মঞ্জু ইসলাম, পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের ওমরাবাদ গ্রামের জয়নাল আবেদীন ও জায়লস্কর ইউনিয়নের উত্তর নেয়াজপুর গ্রামের আবদুল মতিন আজগর।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০