সর্বশেষ :

সাতকানিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় আসছে কঠোর নির্দেশনা


আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম:
প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২৪ । ৬:৩৩ অপরাহ্ণ
সাতকানিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় আসছে কঠোর নির্দেশনা
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২৯ এপ্রিল) সকাল ১১ ঘটিকার সময়,সাতকানিয়া উপজেলা পরিষদ হল রুম উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত বক্তারা বলেন সাতকানিয়া উপজেলা প্রশাসন দীর্ঘদিন যাবত রাতের বেলা জীবনের ঝুঁকি নিয়ে মাটিকাটা বালুকাটা ইভটিজিং বাল্যবিবাহ সহ নানা অপরাধ নির্মূলে বিভিন্ন কর্মসূচি হাতে নি কাজ করে যাচ্ছে বলে ব্যাপক প্রশংসা করেন ৷
এ বিষয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস মেট্রোফোনে  বলেন ৷ আপনারা জানেন সাতকানিয়া উপজেলা প্রশাসন বিগত তিনমাস যাবত,বালু মাহাল মাটি ব্যবস্থাপনা ২০১০ আইনের আওতায় ২০ টি মোবাইলকোট মাধ্যমে ২৫ টি মামলা পরিচালনা করে,৭ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়,
সেই সাথে ২২ জনকে  বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়৷তিনি আরো বলেন বালুকাটা,ফসলি জমি থেকে মাটি কাটা,পাহাড় কাটা ইভটিজিং বাল্যবিবাহ প্রতিরোধ সহ সকল অনিয়মের বিরুদ্ধে সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের প্রতি আজ থেকে কঠোর ভূমিকা পালন করার নির্দেশনা প্রদান করেন৷
এ সময় উপস্থিত ছিলেন,সাতকানিয়া উপজেলা ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আর,সাতকানিয়া থানা অফিসার ইনচার্জ প্রিটন সরকার, সাতকানিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী,
সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী,এবং সাতকানিয়া উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ সহ আরো অনেকে।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০