সর্বশেষ :

সাতক্ষীরা আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে


বরুণ ব্যানার্জী সাতক্ষীরা:
প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৪ । ১:৪১ অপরাহ্ণ
সাতক্ষীরা আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে

উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরার সদর উপজেলার আলিপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে।আজ রবিবার সকাল ৮ টা থেকে ইউনিয়নের ১০টি

কেন্দ্রে ৭২টি কক্ষে ২৫হাজার ১১৯জন ভোটার বিকাল ৪ টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।সকাল থেকে দু-একটি বিছিন্ন ঘটনা ছাড়া তেমন কোন বড় ধরনের ঘটনা ঘটেনি।

নির্বাচনে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আব্দুর রউফ, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়াসহ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯জন ও সাধারণ সদস্য পদে ৩৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষার্থে ৩জন নির্বাহী ম্যাজিস্টেট্র, এক প্লাটুন বিজিবি, বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। সদর উপজেলার নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা মেহেদি হাসান বলেন,সকাল ৮ টা থেকে ১০টি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ।

এখনো পর্যন্ত তেমন কোন অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি বা কেউ আমাদের কাছে অভিযোগ করেনি। প্রশাসন আমাদের সর্বোচ্চ সহযোগিতা করছে।আশা করছি আলিপুরবাসীকে সুষ্ঠ নির্বাচন উপহার দিতে পারবো।

উল্লেখ্য,২০১৯ সালের মার্চ মাসে প্রথম সপ্তাহে চেয়ারম্যান পদে শপথ গ্রহণ করেন আব্দুর রউফ। এর পর ২০২৪ সালের ১০ তারিখে নির্বাচনের সিডিউল ঘোষণা করে নির্বাচন কমিশনার । তার পর থেকে মামলাসহ সিমানা জটিলতার কারণে নির্ধারিত সময়ের পরে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০