সর্বশেষ :

আগামী সপ্তাহ থেকে আপিল বিভাগের দুই বেঞ্চে বিচারকাজ পরিচালিত হবে


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৪ । ৩:৫৪ অপরাহ্ণ
আগামী সপ্তাহ থেকে আপিল বিভাগের দুই বেঞ্চে বিচারকাজ পরিচালিত হবে

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দুই বেঞ্চে বিচারকাজ আগামী সপ্তাহ থেকে পরিচালনা করা হবে। আপিল বিভাগের এজলাস কক্ষে আইনজীবীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আজ সকালে এ তথ্য জানান। বিচারক সংকটের কারণে আপিল বিভাগে কয়েক মাস ধরে একটি বেঞ্চে বিচারকাজ চলে আসছিল।

গত বুধবার ২৪ এপ্রিল রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১)- এ প্রদত্ত ক্ষমতাবলে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের তিন বিচারক বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ, বিচারপতি মোঃ শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেনকে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ প্রদান করেন।

পরদিন বৃহস্পতিবার আপিল বিভাগে নতুন তিন বিচারপতিকে শপথ পড়ান প্রধান বিচারপতি। বর্তমানে আপিল বিভাগে ৮ জন বিচারপতি রয়েছেন।

আইনজীবীরা জানান, আপিল বিভাগের দুটি বেঞ্চে বিচার কার্যক্রম শুরু হলে মামলা নিষ্পত্তির হার ত্বরান্বিত হবে। এতে করে বিচার প্রার্থীরা উপকৃত হবেন।

 

সুত্রঃ বাসস

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০