সর্বশেষ :

অনিয়ম দুর্নীতি চলবে না, টেকসই বেড়িবাঁধ উন্নয়নসহ এলাকার অবকাঠামো উন্নয়নে কাজ করা হবে –অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান


কামাল উদ্দিন, চট্টগ্রাম:  
প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৪ । ৪:৪৩ অপরাহ্ণ
অনিয়ম দুর্নীতি চলবে না, টেকসই বেড়িবাঁধ উন্নয়নসহ এলাকার অবকাঠামো উন্নয়নে কাজ করা হবে –অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান
 আনোয়ারায় শতাব্দীর প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ২৯ এপ্রিল ১৯৯১তে নিহতদের স্মরণে বিশাল স্মরণ সভা আজ শনিবার (২৭ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। আনোয়ারা রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এর মাঠে অনুষ্ঠিত বিশাল স্মরণ ,
সভায় প্রধান অতিথি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান।এতে সভাপতিত্ব করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ফরিদুল কবির। প্রধান অতিথির বক্তব্যে ওয়াসিকা আয়শা খান এমপি বলেছেন, ৯১ এর ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে আয়োজিত সভায় সহমর্মিতা জানাতে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।
তিনি বলেন, অনিয়ম দুর্নীতি চলবে না। টেকসই বেড়িবাঁধ উন্নয়নসহ এলাকার অবকাঠামো উন্নয়নে কাজ করা হবে। রাজনীতি মানে মানুষের সেবা করা, মানুষের কল্যাণে কাজ করা, মানুষের ক্ষতি করা নয়, নয় প্রতি হিংসা। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়াতে আমাদেরকে একযোগে কাজ করতে হবে।
তিনি তৎকালীন সরকার প্রধানের একটি উদ্ধৃতি দিয়ে সমালোচনা করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে আওয়ামী লীগ সরকারের আমলে প্রাকৃতিক দুর্যোগে তেমন প্রাণ হানি ও ক্ষয়ক্ষতির হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা রাজনীতি ফলে বাংলাদেশ সমৃদ্ধশালী দেশে পরিণত হচ্ছে।
এদিকে সাবেক চেয়ারম্যান আবুল মনছুর চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলী,আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বশর, মুক্তিযোদ্ধা আবু তাহের বাঙ্গালী, মো ইউসুফ, নাজিম উদ্দিন সুজন, সাবেক চেয়ারম্যান নাজিমুদ্দিন, নজরুল ইসলাম , ইলিয়াছ বাঙ্গালী,
দক্ষিণ জেলা তাঁতি লীগের সহ-সভাপতি আজিজুল হক আজিজ, মেসবাহ উদ্দীন চৌধুরী সোহেল,উপজেলা যুবলীগ নেতা মো. মোজাম্মেল, ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন বাবলু সহ আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী ও এলাকার সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।
স্মরণসভা বিশাল জনসভায় পরিণত হয়। স্মরণ সভায় যোগ দেয়ার আগে অর্থ প্রতিমন্ত্রী চুন্নাপাড়া এলাকায় মুজিব বর্ষের উপহারের ঘর ও একটি পাকা সড়ক উদ্বোধন করেন।
অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আবুল কালাম চৌধুরী, চট্টগ্রাম আওয়ামী লীগের সদস্য ডাক্তার নাসির উদ্দিন মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মোজাম্মেল হক, কর্ণফুলী শিকল বাহা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,
ইলিয়াস বাঙ্গালি, আব্দুল জব্বার, সাংবাদিক এম আলী হোসেন, এটিএম সেলিম, এডভোকেট জাহাঙ্গীর আলম, সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, আবু তৈয়ব রাসেল, সিরাজুল ইসলাম মোস্তফা, ইউপি সদস্য ছৈয়দ নুর, আলমগীর, ইছাহাক প্রমূখ।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০