পটুয়াখালী বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা

পটুয়াখালী বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা
মোঃ আরাফাত তালুকদার,পটুয়াখালী:
প্রকাশের সময় :
তীব্র তাপদাহের সঙ্গে গরম বাতাস বইছে সারা দেশে। প্রচণ্ড গরম, কাঠফাটা রোদে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এমন পরিস্থিতিথেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য পটুয়াখালী সালাতুল ইস্তিসকার নামাজ আদায় ও বিশেষ মোনাজাত করা হয়েছে।
বৃহস্পতিবার ২৫ এপ্রিল পটুয়াখালী ঝাউতলা খোলা আকাশের নিচে নামাজের আয়োজন করেন মুসল্লিরা।ইস্তিসকার নামাজ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন পটুয়াখালী সরকারি কলেজ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা
মোঃ মুহতাসিম বিল্লাহ জুনায়েদ। ইস্তিসকার নামাজের শুরুতে আল্লাহর রহমত কামনায় সংক্ষিপ্ত বয়ান করেন একেএম কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সালাম, অধ্যাপক মোঃ শাহ আলম ও মাদ্রাসার প্রভাষক কাজী আব্দুল দাইয়ান প্রমুখ।
এ নামাজে তিন শতাধিক মুসুল্লী ও সাধারণ মানুষ অংশগ্রহন করেন। শত শত মুসল্লী এই ইস্তেস্কার নামাজে অংশগ্রহন করেন। এর আগে ভোর থেকে জায়নামাজ নিয়ে মাঠে জড়ো হন মুসল্লিরা।
নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন আল্লাহর কাছে।