লক্ষ্মীপুরে দিনব্যাপী হজ্জযাত্রীদের প্রশিক্ষণ

লক্ষ্মীপুরে দিনব্যাপী হজ্জযাত্রীদের প্রশিক্ষণ
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

লক্ষ্মীপুর,  জেলা সদরে আজ সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় হজ্জযাত্রীদের দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়েছে।আজ বুধবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।

জেলায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ জাকের হোসাইন-এর সভাপতিত্বে এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার।

বিশেষ অতিথি ছিলেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাহিদ রায়হান, ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক আনোয়ার হোসেন।

প্রশিক্ষণে মারকাজ মসজিদের খতিব মাওলানা হারুন আল মাদানী, চাটখিল ইসলামপুর জামে মসজিদের খতিব মফতি মাওলানা হেলাল উদ্দিন হজ্জের ধর্মীয় বিধি বিধান,

হজ্জের গুরুত্ব ও তাৎপর্য র্শীষক আলোচনা, হজ্জ যাত্রীদের সাধারণ করণীয়, হজ্জের প্রশাসনিক গুরুত্ব ও পালনীয়-সহ বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন। প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর লক্ষ্মীপুর থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৪১৭ জন রেজিষ্ট্রেশন করেছেন।

 

সুত্রঃ বাসস