লিপস্টিক সিনেমা দেখলেই বিরিয়ানি ফ্রী 

লিপস্টিক সিনেমা দেখলেই বিরিয়ানি ফ্রী 
আব্দুল মোমিন, ধুনট:
প্রকাশের সময় :
ঝংকার হলে সিনেমা দেখলেই বিনামূল্যে খাওয়ানো হচ্ছে বিরিয়ানি। বগুড়ার ধুনট উপজেলার ঐতিহ্যবাহী ঝংকার সিনেমা হলে প্রতিটি টিকিটের সঙ্গে দর্শকের হাতে তুলে দেওয়া হচ্ছে এক প্যাকেট বিরিয়ানি।
সিনেমা হলে দর্শক টানতেই মূলত এই কৌশল অবলম্বন করছেন কর্তৃপক্ষ। শনিবার থেকে এই বিশেষ অফার চালু করেছে তারা।
বিষয়টি ইতিমধ্যে  এলাকায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। হলে দর্শক সমাগমও বাড়ছে। সিনেমা হলের মালিক ইসহাক খানের ছেলে ইমরান ভোরের চেতনায় এসব কথা বলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট শহরে ঈসা খানের মালিকানাধীন ঝংকার সিনেমা হলটি ১৯৮৪ সালে স্থাপিত হয়। দর্শক শূন্যতায় ২০১৪ সালে হলটিতে ছবি প্রদর্শন বন্ধ হয়। দীর্ঘ এক দশক পর গত ২০ এপ্রিল থেকে আবারও ঝংকারে ছবি প্রদর্শন শুরু করে হল কর্তৃপক্ষ।
বর্তমানে হলে প্রদর্শিত হচ্ছে এবারের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া আদর আজাদ–পূজা চেরি অভিনীত সিনেমা ‘লিপস্টিক’। ‘লিপস্টিক’ সিনেমাটি নির্মাণ করেছেন কামরুজ্জামান রোমান।
ঝংকার সিনেমা হলে ৫০০টি আসন রয়েছে। প্রতিটি টিকিটের মূল্য ১০০ টাকা। এবার টিকিটের সঙ্গে প্রত্যেক দর্শকের হাতে তুলে দেওয়া হচ্ছে এক প্যাকেট বিরিয়ানি। আগামী এক মাস এই ফ্রি খাবারের ব্যবস্থা চালু থাকবে জানিয়েছে হল কর্তৃপক্ষ।
সিনেমা হলে প্রতিদিন দুপুর ১২টা, বিকেল ৩টা, সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় ‘লিপস্টিক’ ছবি প্রদর্শন করা হচ্ছে। কিন্তু প্রচণ্ড গরমের কারণে প্রতিদিন দুপুর ১২টা ও বিকেল ৩টায় দর্শকের উপস্থিতি কম থাকছে। তবে সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় হল ভর্তি দর্শক পাওয়া যাচ্ছে।
তবে হলে সিনেমা দেখতে আসা দর্শকের কাছে জানা যায়, লিপস্টিক সিনেমাটি বেশ সুন্দর কেউ বা পরিবার নিয়ে ও দেখতে আসে। এমন আয়োজন দেখে খুশি দর্শকরা।