যশোরের মনিরামপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী’র উপর হামলা, থানায় অভিযোগ

যশোরের মনিরামপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী’র উপর হামলা, থানায় অভিযোগ
কল্যাণ রায় (জয়ন্ত),যশোর :
প্রকাশের সময় :
যশোরের মনিরামপুরে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মুনজুর আক্তারের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মুনজুর আক্তার বাদী হয়ে মনিরামপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২২ এপ্রিল সন্ধ্যায় মনিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মুনজুর আক্তার মনিরামপুর বাজারে এমজি ইলেকট্রনিক্স’র ভিতরে বসে থাকাকালীন বিজয়রামপুর গ্রামের মৃতঃ আফাজ পাটোয়ারীর ছেলে ঝন্টু পাটোয়ারী (৪৫) উপজেলা নির্বাচনে প্রার্থী কেন হয়েছিস মর্মে জিজ্ঞাসা করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
তখন মুনজুর আক্তার তাকে গালিগালাজ করতে নিষেধ করলে আচমকা বিবাদীর হাতে থাকা লোহার রড দিয়ে এলোপাতাড়ী মারপিট করে আহত করেন। স্থানীয়রা এগিয়ে আসলে বিবাদী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মুনজুর আক্তারকে জীবননাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
স্থানীয়রা তাকে উদ্ধারপূর্বক মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা প্রদান করেন। স্থানীয়রা জানান, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মুনজুর আক্তার’র উপর হামলার বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
প্রশ্ন উঠেছে, অভিযুক্ত ঝন্টু পাটোয়ারীর খুঁটির জোর কোথায় ? ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মুনজুর আক্তার’র উপর হামলাকারী ঝন্টু পাটোয়ারীর উপযুক্ত শাস্তির জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।