সর্বশেষ :

আজ প্রতীক বরাদ্দের পর শুরু হবে জুড়ী উপজেলা নির্বাচনী প্রচার


কপিল দেব মৌলভীবাজার:
প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০২৪ । ১১:৫২ পূর্বাহ্ণ
আজ প্রতীক বরাদ্দের পর শুরু হবে জুড়ী উপজেলা নির্বাচনী প্রচার
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের প্রতীক বরাদ্দের পালা শুরু হচ্ছে। এরপর শুরু হবে প্রার্থীদের প্রচারণা। মঙ্গলবার (২৩ এপ্রিল) উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া বৈধ প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন।
এ দিন থেকেই তারা প্রচারে নামতে পারবেন। সে হিসেবে ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকেই উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া বৈধ প্রার্থীরা প্রচারে নামতে পারবেন।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১১ টায় মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহীন আকন্দ এর কার্যালয়ে প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক পেলেই প্রার্থীরা নিজেদের প্রচারে মাঠে নামতে পারবেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক (আনারস), বর্তমান ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস (মোটর সাইকেল),
সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি (ঘোড়া), আমেরিকা প্রবাসী কবির উদ্দিন (ঘোড়া), আমেরিকা প্রবাসী মোহাম্মদ নাসির উদ্দিন (ঘোড়া) ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন (ঘোড়া) প্রতীক চেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আনজুমানে আল ইসলাহ’র সভাপতি মোহাম্মদ আব্দুস শহীদ (বৈদ্যুতিক বাল্ব), বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শামীম আহমেদ (তালা),
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শেখরুল ইসলাম (বই), উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ (বই), উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল আহমদ (তালা), ব্যবসায়ী মোহাম্মদ মোয়াজ জাকারিয়া শিবলু (বৈদ্যুতিক বাল্ব) ও ব্যবসায়ী রুবেল আহমদ‌ (টিউবওয়েল) প্রতীক চেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্ম্মা (প্রজাপতি), সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আজিবুন খানম (ফুটবল) ও সাবেক ইউপি সদস্য শিল্পী বেগম (ফুটবল) প্রতীক চেয়েছেন।
জুড়ী উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো শুধুমাত্র অনলাইনে মনোনয়নপত্র জমা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। জুড়ী উপজেলা নির্বাচনে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিল। এর মধ্যে ১৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
মৌলভীবাজারের জুড়ীতে প্রথম ধাপে আগামী ৮ মে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।  আজ ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে প্রার্থীদের মূল প্রচারণা শুরু হবে। সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার অনুরোধ জানাচ্ছি।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০