যশোরের কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথমধাপে অনুষ্ঠিতব্য ,
কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছে ১৪জন প্রার্থী। তারা হলেন, চেয়ারম্যান পদে মফিজুর রহমান (ঘোড়া), মুজাহিদুল ইসলাম পান্না (হেলিকপ্টার),
আব্দুল্যা আল আহসান বাচ্চু (দোয়াত কলম), মাহবুবুর রহমান উজ্জ্বল (মোটরসাইকেল), নাসিমা সাদেক (শালিক) ও এমদাদুল হক রিপন (আনারস), ওবায়দুর রহমান (জোড়াফুল)।
ভাইস চেয়ারম্যান পুরুষ পদে আব্দুল লতিফ রানা (মাইক), পলাশ মল্লিক (উড়োজাহাজ), আব্দুল্যা আল মামুন (তালা), সুমন সাহা (চশমা), মনিরুল ইসলাম (টিউবওয়েল)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাংবাদিক রাবেয়া ইকবাল (ফুটবল) ও মনিরা খাতুন (কলস) পদে লড়ছেন। প্রতিক বরাদ্দ পেয়েই মাইকিং শুরু করছেন প্রার্থীরা।
আপনার মতামত লিখুন :