বচ্চন পরিবারে নাকি নিত্য অশান্তি! শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা নন্দার সঙ্গে নাকি মোটেই পটছে না ঐশ্বরিয়ার। এর জেরেই নাকি টালমাটাল ঐশ্বরিয়া-অভিষেকের দাম্পত্য, মাস কয়েক ধরেই এমন গুঞ্জন মাথাচাড়া দিয়েছে বলিউডে।
মায়ের কাঁধে মাথা এলিয়ে রয়েছে আরাধ্যা। মেয়ের মাথায় থুতনি ঠেকিয়ে পোজ অভিষেকের, সেলফিটি তুলেছেন ঐশ্বরিয়া। নায়িকার ভুবন মাতানো নয়ন যুগলকে ছাপিয়ে এই ছবিতে নজরকাড়া আরাধ্যা। মাস কয়েকেই যেন অনেকটা বড় হয়ে গেছে সে! তার টানা চোখ, অমলিন হাসি আর নতুন হেয়ার স্টাইলে বুঁদ নেটপাড়া।
ঐশ্বরিয়ার এই পোস্টটি নিজের সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেছেন অভিষেক। বোঝাই যাচ্ছে, ঘরোয়া সেলিব্রেশনেই এই বিশেষ দিনটা কাটিয়েছেন তারা। ২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ে সেরেছিলেন তারা, চার বছর পর ২০১১ সালের নভেম্বরে জন্ম আরাধ্যার।
সুত্রঃ দৈ/যু
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :