সর্বশেষ :

সোনাইমুড়ী কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী  পালিত 


মো: নজরুল ইসলাম স্টাফ রিপোর্টার:
প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৪ । ১১:৩৭ পূর্বাহ্ণ
সোনাইমুড়ী কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী  পালিত 
আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী সোনাইমুড়ীতে পালিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন এৱ সঞ্চালনায়  সোনাইমুড়ী কলেজ গেইট মনির ভিলায় কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এময় কৃষক লীগের যুগ্ম -সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির  বাবুর সভাপতিত্বে আলোচনা সভা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক টিপু সুলতান সিপন,
সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কাশেম বাচ্ছু, কৃষক লীগের সোনাইমুড়ী পৌর সাধারণ সম্পাদক হাজী সামছুল আলম,যুগ্ন -সাধারণ সম্পাদক  শেখ জহির ,বারগাও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন,বজরা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক কবির হোসেন প্রমুখ।
জাহাঙ্গীর কবির বাবু নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে বলেন,১৯৭২ সালের ১৯ এপ্রিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন। কৃষক লীগের ৫২ বছর পূর্বে দেশের কৃষির উন্নয়ন এবং কৃষকের স্বার্থ রক্ষার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন।
প্রতিষ্ঠাকাল থেকে কৃষক লীগ কৃষকদের সংগঠিত করা, তাদের দাবি আদায় এবং দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠার পর বঙ্গবন্ধু কৃষক নেতা শহীদ আব্দুর রব সেরনিয়াবাতকে কৃষক লীগের কমিটি গঠনের দায়িত্ব দেন।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০