সর্বশেষ :

সুন্দরবন সংশ্লিষ্ট পেশাজীবী ও স্থানীয় সুধী সমাজের সাথে জনসচেতনতা মূলক আলোচনা


রমজান আলী ,সাতক্ষীরা:
প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৪ । ৫:২৬ অপরাহ্ণ
সুন্দরবন সংশ্লিষ্ট পেশাজীবী ও স্থানীয় সুধী সমাজের সাথে জনসচেতনতা মূলক আলোচনা
সুন্দরবন সংশ্লিষ্ট পেশাজীবী ও স্থানীয় সুধী সমাজের সাথে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শ্যামনগর থানা পুলিশের আয়োজনে মুন্সিগঞ্জের টায়গার পয়েন্টে অনুষ্ঠিত  মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, খুলনা বিভাগীয় অতিরিক্ত ডিআইজি হাসানুজ্জামান।
সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন কর্মকর্তা এম কে এম ইকবাল হোসাইন চৌধুরী, ১৭ বিজিবি’র সহকারী পরিচালক শাহ খালিদ ইমাম।
এছাড়া বক্তব্য রাখেন, সুন্দরবন সংরক্ষন কমিটির সেক্রেটারী ও প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যান ব্যনার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী,
শ্যামনগর প্রেসক্লাবের আহবায়ক শেখ আফজাল হোসেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী ইমরানসহ অন্যরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মো: আমিনুর রহমান। প্রধান অতিথি এসময় বলেন, সুন্দরবন আমাদের মায়ের মত আগলে রেখেছে।
সুন্দরবনের মাছ মধু সংগ্রহ করে অনেকেই জীবিকা নির্বাহ করেন।  বেশি লাভের আশায় যারা নদীতে বিষ প্রয়োগ করেন তারা জানেন না কত বড় ক্ষতি করছেন। হয়ত সমান্য কিছু মাছ পাচ্ছেন। কিন্তু ওই নদীর পানিতে বহু প্রাণী থাকে।
তারাও মারা যাচ্ছে। জীব বৈচিত্র ধ্বংস হচ্ছে। আর বিষ প্রয়োগে ধরা মাছ যারা খাচ্ছে তারাও নানা রোগে আক্রান্ত হচ্ছে। এগুলো পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে নিয়ন্ত্রন করা সম্ভব না। সকল পেশাজীবীদের সচেতন হতে হবে। সম্মিলিত ভাবেই সুন্দরবনকে রক্ষা করতে হবে।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০