সর্বশেষ :

সুন্দরগঞ্জে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত


হারুন অর রশিদ, সুন্দরগঞ্জ;
প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৪ । ৭:৫০ অপরাহ্ণ
সুন্দরগঞ্জে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত
প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ অফিসের আয়োজনে দিনব্যাপি প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রর্দশনী মেলা হয়েছে।
১৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনার মাঠে মেলা উদ্বোধন ও প্রদর্শনীর আয়োজন করা হয়।
এ সময় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।পরে স্থানীয় ভাবে মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম ।
মেলা ও প্রদর্শনীর প্রধান অতিথি ২৯’গাইবান্ধা-১ আসনের সংসদ সদস‍্য আব্দুল্লাহ নাহিদ নিগার সাগর ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্যে তার অনুভূতি ব‍্যক্ত করেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. মোছাঃ সুমনা আক্তার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ।
মেলায় আগত অতিথিবৃন্দ বিভিন্ন প্রদর্শনীর স্টল ঘুরে দেখেন। প্রদর্শনী স্টল গুলোতে বিভিন্ন জাতের, গরু-ছাড়ল, হাঁস-মুরগী, গবাদী পশু, পশু খাদ্য ও বিভিন্ন ধরনের ওষুধ স্টল প্রর্দশন করা হয়। শেষে মেলায় প্রদর্শনীর ভিত্তিতে বিভিন্ন খামারিদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০