সর্বশেষ :

রাণীশংকৈলে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনীর মেলার উদ্বোধন 


হুমায়ুন কবির,রাণীশংকৈল:
প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৪ । ৫:৩৩ অপরাহ্ণ
রাণীশংকৈলে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনীর মেলার উদ্বোধন 
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা -২০২৪ খিস্টাব্দের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার(১৮এপ্রিল) সকালে কেন্দ্রীয় স্কুল মাঠে ,
প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় দিনব্যাপি এ  মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ঠাকুরগাঁও-৩ আসনের এমপি হাফিজউদ্দীন আহম্মেদ।
উদ্ধোধনী আলোচনা সভায় ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছাড়াও গেস্ট অব অনার হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন,সাবেক এমপি ও জেলা আ.লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা,
উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, পৌরমেয়র মোস্তাফিজুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, জাতীয় পাটির যুগ্ন সম্পাদক আবু তাহের, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব (পুরাতন) সভাপতি অধ্যাপক
আনোয়ারুল ইসলাম,প্রেসক্লাব সভাপতি মোবারক আলী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সাইদুর রহমান।
এছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক- সামাজিক ব্যক্তিবর্গ, খামারি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিরা উপজেলার বিভিন্ন খামারিদের স্টলগুলো ঘুরে দেখেন।
মেলায় দেশি-বিদেশী বিভিন্ন প্রকার গবাদি পশু গাভী (গরু),ষাড়,ছাগল,ভেড়া, হাঁস-মুরগি, কবুতর প্রদর্শনে মোট ৫০ টি স্টল অংশগ্রহন করে। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী খামারিদের পুরস্কার ও অংশগ্রহনকারীদের মধ্যে নগদ অর্থ ও প্রদর্শনী সনদপত্র বিতরণ করা হয়।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০