বৈশাখী মেলার নিয়ন্ত্রণে চাঁদা নিয়ে দ্বন্দ্বে নিহত ১ 

বৈশাখী মেলার নিয়ন্ত্রণে চাঁদা নিয়ে দ্বন্দ্বে নিহত ১ 
আনিসুজ্জামান টিটু ,নোয়াখালী:
প্রকাশের সময় :
নোয়াখালীতে বৈশাখী মেলার চাঁদার নিয়ন্ত্রণ নিয়ে ইজারাদারদের দ্বন্দ্বে  ছুরিকাঘাতে একজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ৬ জন।
বুধবার ১৭ এপ্রিল রাতে নোয়াখালীর সেনবাগের সেবারহাট বাজারে বৈশাখী মেলার চাঁদার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে মাজহারুল ইসলাম শাওন নামে এক মাদ্রাসা ছাত্র ছুরিকাঘাতে নিহত হয়েছে। সাইন্স ক্লাবের সামনে ওই ঘটনা ঘটে। এছাড়াও উভয়পক্ষের আরও ছয় জন আহত হয়েছেন।
বাজারের ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার সেবারহাট বাজারে একদিনের বৈশাখী মেলার আয়োজন করার কথা ছিল। প্রশাসনের অনুমতি না নিয়ে বাজারের ইজারাদার মাহফুজ, জোবায়ের ও সাইদুল হক মেম্বার মেলার আয়োজন করেন।
বুধবার রাতে মেলার প্রাঙ্গণে ১৫ থেকে ২০টি স্টল চালু হলে সেখানে চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিতে দুপক্ষের বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে এক পক্ষ অপর পক্ষের ওপর হামলা চালায়।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজমুল হাসান রাজীব জানান, অনুমোদন ছাড়া কীভাবে মেলা বসানো হলো তা খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।