সর্বশেষ :

কাহালুতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন


মোঃ নুরুল ইসলাম,কাহালু:
প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৪ । ৪:৫৩ অপরাহ্ণ
কাহালুতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

প্রাণিসম্পদে ভরাবো দেশ, গড়বো স্মাট বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বৃহস্পতিবার বগুড়ার কাহালু উপজেলা পরিষদ কোয়াটার মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী / ২৪ইং এর উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোছা. মেরিনা আফরোজ। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ । বিশেষ অতিথি বক্তব্য রাখেন কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ লালু,

রওশন আকতার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. নুর-নবী। খামারীদের মধ্যে বক্তব্য রাখেন মো. ফেরদৌস রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রদর্শনীর প্রধান সমন্বয়ক ও কাহালু উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাহবুব হাসান চৌধুরী।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ মোস্তফা কামাল। প্রদর্শনীতে ৩২টি স্টল অংশগ্রহন করে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও খামারীবৃন্দ।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০