গাজা উপত্যকায় ইসরাইলি হামলা, ঈদের দিনে নিহত ১২২

গাজা উপত্যকায় ইসরাইলি হামলা, ঈদের দিনে নিহত ১২২
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

গাজা উপত্যকায় ঈদুল ফিতরের দিনেও ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলায় পবিত্র ঈদের উৎসবের উপভোগ পূর্ণভাবে ভঙ্গ হয়েছে। এই হামলায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় প্রাণহারিত ১২২ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য ও ইসমাইল হানিয়ার বক্তব্য অনুযায়ী, ইসমাইল হানিয়ারের তিন ছেলে ও এক নাতি হামলায় প্রাণ হারিয়েছেন। এতে নিহত হয়েছে ১২২ জন এবং অধিকাংশিক আহত হয়েছে ৫৬ জন। মোট হামলায় নিহতের সংখ্যা উঠেছে ৩৩ হাজার ৪৮২ জন এবং আহতের সংখ্যা প্রায় ৭৬ হাজার ৪৯ জন।

 

গেল ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় নিরন্তরভাবে হামলা চালিয়ে আসছে। এ হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, এবং হাজার হাজার ভবনের ধ্বংস ঘটেছে। ইসরাইলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।