আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের আনন্দে ভরে ওঠেছিল মসজিদের প্রাঙ্গণ। হাজার হাজার মুসল্লি জামায়াতে অংশগ্রহণ করে ঈদের নামাজ আদায় করেন।
প্রথম জামাতের ইমামতি করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। মুকাব্বিল ছিলেন মসজিদের মুয়াজ্জিন ক্বারী মো. ইসহাক।
ফজরের নামাজের পর থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে জায়নামাজ হাতে জাতীয় মসজিদে আসতে শুরু করেন মুসল্লিরা। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এছাড়াও বায়তুল মোকাররমে ঈদের আরও চারটি জামাত পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় জামাত:
তৃতীয় জামাত:
চতুর্থ জামাত:
পঞ্চম জামাত:
কোন জামাতে ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের ভাষা শিক্ষক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন।
ঈদের নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :