সর্বশেষ :

জাতীয় মসজিদে ঈদের আনন্দ: ৫ জামাতে হাজার হাজার মুসল্লির সমাগম


অনলাইন ডেস্ক
এপ্রিল ১১, ২০২৪ । ৮:৩৬ পূর্বাহ্ণ
জাতীয় মসজিদে ঈদের আনন্দ: ৫ জামাতে হাজার হাজার মুসল্লির সমাগম
সংগৃহীত ছবি

আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের আনন্দে ভরে ওঠেছিল মসজিদের প্রাঙ্গণ। হাজার হাজার মুসল্লি জামায়াতে অংশগ্রহণ করে ঈদের নামাজ আদায় করেন।

প্রথম জামাতের ইমামতি করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। মুকাব্বিল ছিলেন মসজিদের মুয়াজ্জিন ক্বারী মো. ইসহাক।

ফজরের নামাজের পর থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে জায়নামাজ হাতে জাতীয় মসজিদে আসতে শুরু করেন মুসল্লিরা। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এছাড়াও বায়তুল মোকাররমে ঈদের আরও চারটি জামাত পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় জামাত:

  • সময়: সকাল ৮টা
  • ইমাম: হাফেজ মাওলানা মো. এহসানুল হক, পেশ ইমাম, বায়তুল মোকাররম
  • মুকাব্বিল: হাফেজ মো. আতাউর রহমান, মুয়াজ্জিন (অব.), বায়তুল মোকাররম

তৃতীয় জামাত:

  • সময়: সকাল ৯টা
  • ইমাম: হাফেজ মাওলানা মুফতি মুহীউদ্দিন কাসেম, পেশ ইমাম, বায়তুল মোকাররম
  • মুকাব্বিল: মো. আব্দুল হাদী, খাদেম, বায়তুল মোকাররম

চতুর্থ জামাত:

  • সময়: সকাল ১০টা
  • ইমাম: ড. মো. আবু ছালেহ পাটোয়ারী, মুফাসসির, ইসলামিক ফাউন্ডেশন
  • মুকাব্বিল: মো. জসিম উদ্দিন, খাদেম, বায়তুল মোকাররম

পঞ্চম জামাত:

  • সময়: সকাল ১০টা ৪৫ মিনিট
  • ইমাম: হাফেজ মাওলানা ইমরান বিন নূরউদ্দীন, পেশ ইমাম, হানিফ জামে মসজিদ, আজিমপুর
  • মুকাব্বিল: মো. রুহুল আমিন, খাদেম, বায়তুল মোকাররম

কোন জামাতে ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের ভাষা শিক্ষক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন।

ঈদের নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০