পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। লাখো মুসল্লি ঈদের নামাজ আদায়ের জন্য ভোরবেলা থেকেই ঈদগাহে সমাগম হতে থাকেন।
জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, মন্ত্রিপরিষদের সদস্য, মুসলিম বিশ্বের কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা।
এবার জাতীয় ঈদগাহের ২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি ঈদের জামাত আদায় করেন। ঈদগাহে নারীদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা ছিল।
সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঈদের প্রধান জামাতে মুসল্লিদের ঢল নামে। পল্টন মোড়, মৎস্য ভবন ও হাইকোর্টের সামনে দিয়ে তিনটি চেকপোস্টের মধ্য দিয়ে ঈদগাহ ময়দানে প্রবেশ করেন মুসল্লিরা। আবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রান্ত দিয়েও দীর্ঘ লাইনে ঈদগাহ ময়দানে যান ধর্মপ্রাণ মুসল্লিরা।
দুই ঘণ্টা আগে থেকেই দীর্ঘ লাইন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঈদের প্রধান জামাতে অংশ নিতে রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে প্রবেশ করেন মুসল্লিরা। ঈদ জামাতে প্রবেশের মুখে র্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে। ঈদ জামাতে আসা মুসল্লিদের তিন জায়গায় তল্লাশির পরই ঈদগাহে প্রবেশ করতে দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ঈদ জামাতে অংশ নিতে আসা রাজধানীর খিলগাঁওয়ের এক মুসল্লি রাকিব জানান, ঈদ মানে আনন্দ আর এ ঈদের আনন্দ শুরু হয় ঈদ জামাতের মধ্য দিয়ে। তাই অনেক মানুষের সঙ্গে ঈদের জামাত পড়তে জাতীয় ঈদগাহ ময়দানে এসেছি। খুব খুশি লাগছে। সবার সঙ্গে বড় এ জামাতে নামাজ পড়ার আনন্দই আলাদা।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :