সর্বশেষ :

রাগ ভাঙাতে যা করেন শাকিব খান, ফাঁস করলেন বুবলী


অনলাইন ডেস্ক
এপ্রিল ৯, ২০২৪ । ১০:০৬ অপরাহ্ণ
রাগ ভাঙাতে যা করেন শাকিব খান, ফাঁস করলেন বুবলী
সংগৃহীত ছবি

শাকিব খান বুবলীর সম্পর্ক নিয়ে দর্শকের কৌতূহলের শেষ নেই। কিং খান এ সব নিয়ে কিছু না বললেও মাঝেমধ্যে মুখ খোলেন বুবলী। এবার তো একেবারে খোলা বইয়ের মতো নিজেকে মেলে ধরলেন।

এ সময় শাকিবের রাগ প্রসঙ্গে বীরের মা বলেন, তার রাগ প্রচুর। রেগে গেলে চুপ হয়ে যান, তবে প্রকাশ করেন না। বুঝে নিতে হয়। আমিও তখন চুপচাপ হয়ে যাই। তাকে বোঝাতে চেষ্টা করি।

রাগটা সঠিক হলে বোঝাতে চাই। আর না হলে সময় নিই যে তিনি হয়তো বুঝতে পারবেন। আর উল্টো দিকে আমি সহজে রাগি না। খুব যৌক্তিকভাবে রাগ করি। রাগটা আসলে তেমন নয়, প্রতিক্রিয়া দেখাই। রাগ ভাঙাতে শাকিব খানই এগিয়ে আসেন।’

২০২২ সালের ২৭ সেপ্টেম্বর বেবি বাম্পের ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে হইচই ফেলে দেন বুবলী। এরপর ৩০ সেপ্টেম্বর সকালে এই অভিনেত্রী জানান তার সন্তানের পিতা শাকিব খান। এর কিছুক্ষণ পরই সন্তানের স্বীকৃতি দিয়ে শাকিব জানান শেহজাদ খান বীর তার পুত্র।

সেসময় বুবলী জানিয়েছিলেন, ২০১৮ সালের ২০ জুলাই শাকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২০ সালের ২১ মার্চ তাদের সন্তান শেহজাদের জন্ম হয়।

 

সুত্রঃ দৈ/যু


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০