ছাতকে ভোরের চেতনা পত্রিকার প্রতিনিধি কে ডি আইজি পরিচয়ে হুমকির অভিযোগ
তাজিদুল ইসলাম,সুনামগঞ্জ:
এপ্রিল ৯, ২০২৪ । ৯:০২ অপরাহ্ণ
ফলো করুন-
সংগৃহীত ছবি
সুনামগঞ্জ ছাতকে তথ্য সংগ্রহের জেরে তাজিদুল ইসলাম নামের এক সাংবাদিক কে ডি আইজি পরিচয়ে হুমকির অভিযোগ উঠেছে জমির আলীর বিরুদ্ধে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা বরাবরে মঙ্গলবার (৯ এপ্রিল) এ বিষয়ে অভিযোগ করা হয়।
ওই সাংবাদিকের নাম মোঃ তাজিদুল ইসলাম (২৫)। তিনি জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার বিশেষ প্রতিনিধি (সুনামগঞ্জ) হিসেবে কর্মরত। থানার চরমহল্লা ইউপির কামরাঙ্গী গ্রামের রহমত আলীর ছেলে। অভিযুক্ত ব্যক্তি হলেন জমির আলী (৩৫)। তিনি একই থানার চরমহল্লা ইউপির কামরাঙ্গী গ্রামের বখতর আলীর ছেলে।
সাংবাদিক তাজিদুল ইসলাম অভিযোগে উল্লেখ করেছেন গত ২০/০৩/২০২৪ ইং তারিখে পি আই সি প্রকল্প চরমহল্লা ইউপির কামরাঙ্গী গ্রামের ডুবন্ত বাঁধ নির্মাণ কাজের তথ্য সংগ্রহ করতে যাওয়ায় গত ৩১/০৩/২০২৪ ইং তারিখ বিকাল ৬.০৫ ঘটিকার সময় মোবাইল,
নাম্বার ০১৫৬৮-৮৬৯১১৩ নম্বর হইতে তাহার ব্যক্তিগত মোবাইল ০১৬১৭-৭০০০৮৮ নম্বরে কল দিয়ে তাকে ডি আইজি পরিচয়কারী জমির আলী সাংবাদিক কে অশ্লীল ভাষায় গালিগালাজ করে,তুই কিসের সাংবাদিক তুচ্ছ তাচ্ছিল্য করে এবং তাকে হত্যার হুমকি দেন। জমির আলী উপজেলার চরমহল্লা ইউপির ১০নং পি আই সি কমিটির সভাপতি।
এ ঘটনার ৫ মিনিট ৫০ সেকেন্ডের একটি অডিও রেকর্ড ওই প্রতিনিধির কাছে আছে। ছাতক থানার ডিউটি অফিসার বলেন, মঙ্গলবার বিকালে থানায় অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :