সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট জয়ের জন্য শ্রীলংকার ছুঁড়ে দেওয়া ৫১১ রানের বিশাল টার্গেটে খেলতে নেমে বিনা উইকেটে ৩১ রান তুলে চতুর্থ দিনের মধ্যাহ্ন-বিরতিতে গেছে স্বাগতিক বাংলাদেশ। জিততে হলে ১০ উইকেট হাতে নিয়ে আরও ৪৮০ রান করতে হবে টাইগারদের।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ৫১১ রানের জবাব দিতে নেমে শ্রীলংকার বোলারদের শক্ত হাতে সামাল দিয়েছেন বাংলাদেশের দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান।
জয় ১৯ ও জাকির ১১ রানে অপরাজিত থেকে প্রথম সেশন শেষ করেছেন। এর আগে প্রথম ইনিংস থেকে পাওয়া ৩৫৩ রানের লিডকে সাথে নিয়ে আজ ৭ উইকেটে ১৫৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষনা করে শ্রীলংকা।
সুত্রঃ বাসস
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :