বগুড়া গাবতলীতে টিসিবির ডিলারের ০৩ লক্ষ টাকা ছিনতাই
রাসেল বাবু ,বগুড়া:
এপ্রিল ২, ২০২৪ । ৯:২৬ অপরাহ্ণ
ফলো করুন-
জানা যায় বগুড়া গাবতলী উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের ০৪, নং ওয়ার্ড মেম্বার টিসিবির ডিলার আমিনুল ইসলাম ও অদ্য ইং ৩১/০৩/২০২৪ তারিখ গাবতলী পৌরসভায় টিসিবির মাল বিক্রি করে,
এবং ৩১/০৩/২০২৪ তারিখ সন্ধ্যা অনুমান ০৭.৩০ ঘটিকার সময় নিজ বাড়ীর উঠানে তাহার অফিস রুমে বসা অবস্থায় পূর্ব শত্রুতার জের ধরে বিবাদী ১। মোছাঃ হেলেনা বেগম (৫০), স্বামী- মোঃ মতিউর রহমান,
২। মোছাঃ সুলতানা বেগম (২৫), ৩। মোঃ বায়োজিত হোসেন (১৮), উভয়ের পিতা- মোঃ মতিউর রহমান, সকলের সাং- লালখাঁপাড়া, ইউনিয়ন- দূর্গাহাটা, থানা- গাবতলী, জেলা- বগুড়া অসৎ উদ্দেশ্যে আমার বসতবাড়ীতে অফিস রুমে অনাধিকার প্রবেশ করে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
ঐসময় আমি গালিগালাজের কারণ জানতে চাইলে উক্ত বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে আমাকে মারার জন্য ক্ষিপ্ত হয়ে উঠে এবং একপর্যায়ে আমার অফিস রুমের টেবিলের উপরে থাকা টিসিবির পণ্য বিক্রয়ের নগদ ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা জোরপূর্বক ০১নং বিবাদীর শাড়ীর আঁচলে ভবিয়া দ্রুত ঘটনাস্থল হইতে চলে যায়।
ঐসময় বিবাদীগন আমাকেসহ আমার পরিবারের লোকজনদের যে কোন সময় বড় ধরনের ক্ষতি করাসহ প্রাণনাসের ভয়ভীতির হুমকি প্রদান করে। পরবর্তীতে ইং ৩১/০৩/২০২৪ তারিখ রাত্রী অনুমান ০৮.২০ ঘটিকার সময় আমি দূর্গাহাটা বাজারে এসে বিবাদী মোঃ মতিউর রহমান (৫৫),
পিতা- মৃত মোজাহার আকন্দকে দোকানের সামনে রাস্তার উপর পৌছা মাত্র উক্ত ৪নং বিবাদী আমাকে দেখে অকথ্য ভাষায় গালিগালাজ এবং হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদান করে। উক্ত ঘটনার বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :