ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ টোলপ্লাজায় শতাধিক ফেনসিডিলসহ ৩ মাদক পাচারকারী আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজা থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানকে তল্লাশী করে ১২৭ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে আটক করা হয়।
আটককৃত মাদক পাচারকারীরা হলেন, সিলেটের জকিগঞ্জের ভাল্লুক মারা এলাকার মৃত শামসুল হকের ছেলে মোঃ রহিম, কানাইঘাটের নিজাম উদ্দিনের ছেলে মাজহারুল ইসলাম, সোনাসার এলাকার মৃত করিম উদ্দিনের ছেলে কাউছার আহমেদ।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সিলেট থেকে পিকআপ ভ্যান করে মাদকের একটি চালান ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে।
খবর পেয়ে টোলপ্লাজায় তল্লাশী অভিজান পরিচালনা করে ১২৭ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :