সর্বশেষ :

মুস্তাফিজের রেকর্ড ছোঁয়ার দিন প্রথম হার চেন্নাইয়ের


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : এপ্রিল ১, ২০২৪ । ৩:২৫ অপরাহ্ণ
মুস্তাফিজের রেকর্ড ছোঁয়ার দিন প্রথম হার চেন্নাইয়ের

সাকিব আল হাসানের পর বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩শ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান।

গতরাতে তার রেকর্ড ছোঁয়া ম্যাচে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম হারের স্বাদ পেয়েছে  চেন্নাই সুপার কিংস।

দিল্লি ক্যাপিটালসের কাছে ২০ রানে হেরেছে মুস্তাফিজের চেন্নাই। ৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে চেন্নাই। প্রথম দুই ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেল দিল্লি।

বিশাখাপত্তমে টস জিতে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৫ উইকেটে ১৯১ রানের বড় সংগ্রহ পায় দিল্লি। দলের পক্ষে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ৩৫ বলে ৫২ ও অধিনায়ক ঋসভ পান্থ ৩২ বলে ৫১ রান করেন। চেন্নাইয়ের শ্রীলংকার মাথিশা পাথিরানা ৩১ রানে ৩ উইকেট নেন। ৪ ওভার বল করে ৪৭ রানে ১ উইকেট নেন মুস্তাফিজ।

দিল্লি ইনিংসে পাওয়ার প্লের শেষ ওভারে প্রথম বোলিং করতে এসে ৪টি চারে ১৮ রান দেন মুস্তাফিজ। নিজের দ্বিতীয় ওভারেই ঘুড়ে দাঁড়ান তিনি। ৪ রান দিয়ে ওয়ার্নারকে শিকার করেন ফিজ। এরপর তৃতীয় ওভারে ১৪ ও শেষ ওভারে ১২ রান দেন মুস্তাফিজ।

ওয়ার্নারকে আউট করে টি-টোয়েন্টিতে ২৪৩ ম্যাচে ৩শ উইকেট পূর্ণ করেন মুস্তাফিজ। বাংলাদেশের পক্ষে প্রথম ৩শ উইকেট স্পর্শ করেছেন সাকিব। ৪২৮ ম্যাচে সাকিবের শিকার ৪৮২ উইকেট।

১৯২ রানের টার্গেটে খেলতে নেমে ৬ উইকেটে ১৭১ রান করে ম্যাচ হারে চেন্নাই। আট নম্বরে ব্যাট হাতে নেমে ১৬ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ঝড়ো ৩৭ রান করে দলের হার এড়াতে পারেননি চেন্নাইয়ে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এ ম্যাচে বিশে^র প্রথম উইকেটরক্ষক হিসেবে টি-টোয়েন্টিতে ৩শ ডিসমিসালের মাইলফলক স্পর্শ করেন ধোনি।

 

সুত্রঃ বাসস

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০