কুষ্টিয়ায় আদর্শ সমাজ বিনির্মানে নবীন আলেমদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় আদর্শ সমাজ বিনির্মানে নবীন আলেমদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত
সাইফ উদ্দীন আল-আজাদ, কুষ্টিয়াঃ
প্রকাশের সময় :
আদর্শ সমাজ গঠনে ইসলামের সুমহান আদর্শ ও কল্যাণকে ইতিবাচক ধারায় জনগণের সামনে তুলে ধরার মাধ্যমে দেশ ও জতির সেবায় নবীন আলেমদের আত্মনিয়োগ করতে হবে।এচেতনা বুকে ধারণ করে কুষ্টিয়ায় আদর্শ সমাজ বিনির্মানে নবীন আলেমদের ভূমিকা শীর্ষক সেমিনার ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
২৮মার্চ ও ১৭রমজান ঐতিহাসিক বদর দিবসে রোজ বৃহস্পতিবার বেলা ১১টায়,কুষ্টিয়া জেলা উলামা পরিষদের আয়োজনে সদর উপজেলার ১৩নং ওয়ার্ড বারখাদা জুগিয়া এলাকায় মাদরাসা ইবনে মাসউদ র: এর মসজিদে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় কুষ্টিয়া জেলা উলামা পরিষদের সভাপতি মুফতি আব্দুল হামিদ এর সভাপতিত্বে ও মাওলানা আফজাল হুসাইন কাসেমীর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৃহত্তর কুষ্টিয়া জেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা ফিরোজুল আলম,
জেলা উলামা পরিষদের সাবেক সভাপতি মাওলানা ইব্রাহীম হুসাইন কাসেমী, জামিআ আরাবিয়া আশরাফুল উলূম এর শায়খুল হাদীস ও মুহতামিম হাফেজ মাওলানা আবু দাউদ,আল্লার দর্গা মাদরাসার মুহতামিম মাওলানা শামসুল হক,
কুষ্টিয়া জেলা উলামা পরিষদের সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম,দৌলতপুর নতুন ঝাউদিয়া এদারাতুত তাওহীদ মাদরাসার মুহতামীম মুফতী আমিনুল ইসলাম,
ভেড়ামারা দারুল উলূম তালতলা মাদরাসা মুহতামিম মাওলানা লিয়াকত আলী,কুষ্টিয়া জেলা উলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল লতিফ খান,সহ-সভাপতি মুফতি মুখতারুজ্জামান,সহ-সভাপতি মুফতি রেজাউল করিম,সহ-সভাপতি মুফতি আব্দুস সালাম,
ফজলুল উলূম মাদরাসার মুহতামিম মুফতি আব্দুল মতিন রশিদী,মাওলানা ইব্রাহিম খলিল দৌলতপুরী,কুষ্টিয়া জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্দুল খালেক,
সাংগঠনিক সম্পাদক হাফেজ আরিফুজ্জামান, প্রচার সম্পাদক হাফেজ তরিকুল ইসলাম,সমন্বয়ক ও কুষ্টিয়া প্রেসক্লাবের ধর্মীয় সম্পাদক মুফতী সাইফ উদ্দীন আল-আজাদ,
মাহমুদিয়া মাদরাসার মুহতামিম মুফতী মাহদী হাসান,বটতৈল বাজার কেন্দ্রীয় মসজিদে ইমামা হাফেজ জাহিদুল ইসলাম সহ কুষ্টিয়া জেলা উলামা পরিষদের অসংখ্য উলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ বছর কুষ্টিয়া জেলার যেসব ছাত্র দেশের বিভিন্ন কওমী মাদরাসা থেকে দাওরায়ে হাদীস উত্তীর্ণ হয়ে আলেম হলেন,
তাদেরকে সংবর্ধনা দেয়ার উদ্দেশ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সর্বোপরি মাদরাসা ইবনে মাসউদ র: এর নতুন ভবন পরিদর্শন করে যৌথ দোয়া পরিচালনা করেন জেলা উলামা পরিষদের উলামায়ে কেরামগণ।