ধোবাউড়ায় বাংলাদেশ ভারত যৌথ উদ্যোগে বর্ডার সিমান্ত  হাটের প্রস্তাবিত জায়গা  পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধোবাউড়ায় বাংলাদেশ ভারত যৌথ উদ্যোগে বর্ডার সিমান্ত  হাটের প্রস্তাবিত জায়গা  পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত 
আজহারুল ইসলাম ,ময়মনসিংহ:
প্রকাশের সময় :
ময়মনসিংহ ধোবাউড়া উপজেলার ঘোষগাও ইউনিয়নের ভুইয়াপাড়া বাংলাদেশ -শিববাড়ী (সাউথ গারো হিলস, মেঘালয়, ভারত) সীমান্তে প্রস্তাবিত বর্ডার হাট বাজার  পিলার নং এম.পি ১১৩৭ শিববাড়ী যৌথ পরিদর্শন ও
আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮মার্চ বৃহস্পতিবার দুপুরে ধোবাউড়া উপজেলার  আঠারো বাড়ি ও সাউথ গারো হিলস সীমান্তে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায়  বাংলাদেশের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা প্রশাসক সাউথ গারো হিলস সিভাস ওসতি, ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঁইয়া, ময়মনসিংহ বিজিবি পরিচালক মোঃ ইসমাইল হোসেন,উপজেলা নির্বাহী অফিসার নিশাত শারমিন প্রমুখ।
 দু-দেশের যৌথ পরিদর্শন ও আলোচনা সভায় বর্ডার হাটের প্রস্তাবিত জায়গার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নিশাত শারমিন বলেন, বর্ডার হাটের  প্রস্তাবিত জায়গা পরিদর্শনের কাজ সম্পন্ন হয়েছে। আশা  করছি খুব দ্রুত বর্ডার হাটের  কাজ শুরু করা হবে।