কাউনিয়ায় সার ব্যবসায়ীর জরিমানা 

কাউনিয়ায় সার ব্যবসায়ীর জরিমানা 
মোশারফ হোসেন, রংপুর:
প্রকাশের সময় :
রংপুরের কাউনিয়ায় নিয়মবহির্ভূত ইউরিয়া সার বিক্রি করার অপরাধে আম্বার আলী নামের এক ব্যবসায়ীর দুই হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহিদুল হক এঁর ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টেপামধুপুর বাজারের খুচরা বালাইনাশক বিক্রেতা আম্বার আলী ৩শ বস্তা ঘোড়াশাল ইউরিয়া সার মজুদ করেছে। এমন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহিদুল হক ওই দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
নিয়মবিরুদ্ধ ইউরিয়া সার মজুদ করার অপরাধে ওই ব্যবসায়ীর দুই হাজার টাকা জরিমানা আদায় করে।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ শাহানাজ পারভীন, উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ফারুক হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।