বিশেষ সম্মাননা পুরস্কার পেলেন ডিবি ওসি ফারুক হোসেন
আজহারুল ইসলাম, ময়মনসিংহ:
প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২৪ । ১২:০৪ অপরাহ্ণ
ফলো করুন-
ময়মনসিংহ জেলা পুলিশের পুরস্কারের অভিন্ন মানদণ্ডের আলোকে ২০২৪ সালের ফেব্রুয়ারী মাসে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও গুরুত্বপূর্ণ মামলায় বিশেষ ভূমিকা পালন করায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি ফারুক হোসেনকে বিশেষ পুরস্কার, সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
আজ সোমবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১২টায় জেলা পুলিশের কনফারেন্স রুমে আয়োজিত অপরাধসভায় পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা তার হাতে বিশেষ পুরস্কার, সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অপরাধসভায় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপারগনসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ইনচার্জ ও থানার অফিসার ইনচার্জগণ।
অফিসার ইনচার্জ ফারুক হোসেন জানান, তার বিশেষ পুরস্কারের এই অর্জন জেলা গোয়েন্দা শাখার সকল অফিসার ও ফোর্সদের দিনরাত অক্লান্ত পরিশ্রমের ফল। তিনি বিশেষ পুরস্কারের এই অর্জন ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার সকল অফিসার ও ফোর্সকে উৎসর্গ করেন।
আপনার মতামত লিখুন :