ছাতকের চরমহল্লা ইউনিয়ন কাপ ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী লাল সবুজ ক্লাব আশাকাচর
তাজিদুল ইসলাম,সুনামগঞ্জ:
প্রকাশের সময় : মার্চ ৪, ২০২৪ । ৭:৪৭ অপরাহ্ণ
ফলো করুন-
সুনামগঞ্জের ছাতক চরমহল্লা ইউপি কাপ ক্রিকেট টুর্নামেন্টে JRDC ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়েছে লাল সবুজ ক্লাব আশাকাচর।
সোমবার (৪ মার্চ) বিকাল ৩ ঘটিকায় উপজেলার,
চরমহল্লা আশাকাচর গ্রামের দক্ষিণের মাঠে ইউনিয়ন কাপ কর্তৃক আয়োজিত টুর্নামেন্টে ৮নং ওয়ার্ডের JRDC ক্লাব বনাম লাল সবুজ ক্রিকেট ক্লাব আশাকাচরের মধ্যে সুপার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। লাল সবুজ ক্লাবটি মাত্র ৩৩ রানের ব্যবধানে জয় লাভ করে।
এসময় সভাপতিত্ব করেন চরমহল্লা ইউপির সাবেক সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব জসিম উদ্দিন তালুকদার। পরিচালনা করেন চরমহল্লা যুবলীগের সাধারণ সম্পাদক ওমর আলী।
উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ডের মেম্বার আলাল উদ্দিন, ৮ নং ওয়ার্ডের অজিত কুমার দাস, বোরহান উদ্দিন, মাষ্টার সামছু মিয়া, আবু হোসেন, হাজ্বী ইব্রাহিম আলী, জয়নাল আবেদীন, মাষ্টার জাকির হুসেন, আমির হোসেন,নেছার আহমদ সহ এলাকার বিভিন্ন শ্রেণির ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :