সর্বশেষ :

চট্টগ্রাম জেলা প্রশাসনের বাজার মনিটরিং, খাতুনগঞ্জে ৬ প্রতিষ্ঠানকে ৫১ হাজার টাকা জরিমানা


আব্দুল্লাহ আল মারুফ ,চট্টগ্রাম :
প্রকাশের সময় : মার্চ ৪, ২০২৪ । ৪:২৩ অপরাহ্ণ
চট্টগ্রাম জেলা প্রশাসনের বাজার মনিটরিং, খাতুনগঞ্জে ৬ প্রতিষ্ঠানকে ৫১ হাজার টাকা জরিমানা
আসন্ন রমজানকে সামনে রেখে আজ তৃতীয় দিনের মত চট্টগ্রামের বৃহত্তর পাইকারি বাজার খাতুনগঞ্জে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এসময় মূল্য তালিকা না থাকা, ক্রয় বিক্রয় রশিদ না রাখার অভিযোগে মদিনা ট্রেডার্সকে ১০ হাজার, আজমির ভান্ডারকে ৩ হাজার, ফারুক ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর সরাসরি ডিও/এসও বিক্রির দায়ে ভাই ভাই এন্টারপ্রাইজকে ১০ হাজার, দ্বীন এন্ড কোম্পানিকে ৫ হাজার এবং এলাচের বৃহত্তম আমদানীকারক মেসার্স আবু মোহাম্মদ এন্ড কোম্পানিকে আমদানী মূল্যের তুলনায় অতিরিক্ত মূল্যে এলাচ বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসন এর পক্ষে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব প্রতীক দত্ত। এসময় অভিযানে সার্বিক সহযোগিতা করেন সহকারী কৃষি বিপণন কর্মকর্তা আবু বক্কর এবং কোতোয়ালি থানা পুলিশ এর একটি দল।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১