আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ও ইউনিভার্সিটি টেকনোলজি .মারা ইউ আই টি এম মধ্যে মেমোরেন্ডম অফ এগ্রিমেন্ট (এম ও এ) সাক্ষরিত। ০৩ মার্চ ২০২৪ রবিবার আইআইইউসির কনফারেন্স কক্ষে উভয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে এই এম ও এ সাক্ষরিত হয়।এ সময়
আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আবু রেজ মোঃ নেজাম উদ্দিন নদভী ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ,
আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজ এর ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ, আইআইইউসি উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মছরুরুল মওলা,ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির সহ ইউনিভার্সিটি টেকনোলজি মারা (ইউ আই টি এম ) মধ্যে এর পক্ষে প্রতিনিধি হিসেবে উপস্থিত
ছিলেন ইউ আই টি এম এর অ্যাকাউন্টিং রিসার্চ ইন্সটিটিউট (ARI) এর প্রধান এসোসিয়েট প্রফেসর ড. নূর বলকিশ জাকারিয়া, এসোসিয়েট প্রফেসর ড. হাইনুরাকমা রাহিম, এসোসিয়েট প্রফেসর ড. মোহাম্মদ নাজমুল হক, আইআইইউসি আইকিউএসির ডিরেক্টর প্রফেসর ড. দেলোয়ার হোসেন,
সিআরপির ডিরেক্টর জেনারেল প্রফেসর ড. মোঃ নাজমুল হক নদভী, রেজিস্ট্রার এএফএম আক্তারুজ্জামান কায়সার, আইএএসডব্লিউডির ভারপ্রাপ্ত পরিচালক মোঃ মাহফুজুর রহমান, ফ্যাকাল্টি ডীনবৃন্দ, ডিপার্টমেন্ট চেয়ারম্যান বৃন্দ, ডিভিশন চেয়ারম্যান ও ডিরেক্টর বৃন্দ উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান -ডক্টর আবু রেজা মোহাম্মদ নিজামউদ্দিন নদভী গণমাধ্যমকে বলেন ৷আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্মার্ট রূপ কল্প বাস্তবায়নে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি ৷
আপনারা জানেন ইতিমধ্যে আমার লেখা জাতির জনক বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন নিয়ে তিনটি বই প্রকাশ হচ্ছে,যা বাংলা ইংলিশ হিন্দি ভাষায় রচিত৷আমাদের ট্রাস্টি বোর্ডের সকলকে নিয়ে শিক্ষার মানোন্নয়নে আমাদের বোর্ড কাজ করে যাচ্ছে ৷এবং পুরা বিশ্ববিদ্যালয়ের সিসি ক্যামেরা দ্বারা সকল কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে ,
বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে ৷আমাদের বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষার্থী যাতে সুন্দর ভাবে লেখাপড়া করতে পারে সেই বিষয়েই আমাদের বোর্ডের সকলে একযোগে কাজ করছে ৷
প্রশাসনিক নিরাপত্তা ট্রান্সপোর্ট ব্যবস্থা পর্যাপ্ত রয়েছে ৷ইনশাল্লাহ আগামী এক বছরের মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে আমাদের কার্যক্রম আরো এগিয়ে যাবে ৷ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাক্ষরিত (এম ও এ) এর মধ্যে যৌথ গবেষণা,
শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় সহ আরও গুরুত্বপূর্ণ বিষয় অতর্ভূক্ত রয়েছে।ইউ আই টি এম প্রতিনিধিদের আইআইইউসির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে অতিথিরা আইআইইউসি ক্যাম্পাস পরিদর্শন করেন।
এর আগে আইআইইউসি ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ ও শরীয়াহ ফ্যাকাল্টির উদ্যোগে গবেষক ও শিক্ষকদের জন্য ইমপেক্টফুল পাবলিকেশন এন্ড প্রফেশনাল প্রফেশনাল এডভাইসমেন্ট বিষয়ক পৃথক দুটি ওয়ার্কশপের আয়োজন করা হয়, যেখানে ইউ আই টি এম থেকে আগত প্রতিনিধি বৃন্দ মূল্যবান লেকচার প্রদান করেন।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :