সর্বশেষ :

সাতক্ষীরার দেবহাটায় মুক্তিযোদ্ধা আব্দুল গফফারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


বরুণ ব্যানার্জী ,সাতক্ষীরা:
মার্চ ৩, ২০২৪ । ৭:১৩ অপরাহ্ণ
সাতক্ষীরার দেবহাটায় মুক্তিযোদ্ধা আব্দুল গফফারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
সংগৃহীত ছবি

সাতক্ষীরার  দেবহাটা উপজেলায  বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফারে (৬৯) রাষ্ট্রীয় মর্যাদায়  দাফন সম্পন্ন হয়েছে। রোববার (৩ মার্চ) দুপুরে জানাযা নামাজের পর  গার্ড অব অনার প্রদান শেষে কুলিয়াস্থ বাসভবন সংলগ্ন পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

মুক্তিযোদ্ধা
আব্দুল গফফার পূর্ব কুলিয়া গ্রামের মৃত সৈয়দ আলি গাজির ছেলে। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। সম্প্রতি উচ্চ চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন সন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। দাফনের আগে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল গফফারের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন দেবহাটা  উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. মুজিবর রহমান ও সহকারি কমিশনার (ভূমি) দীপা রানী সরকার সহ দেবহাটা থানা পুলিশের একটি চৌকস দল ।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১