নদীতে ভাসতে ভাসতে তীরে ভেড়েন মিষ্টি জান্নাত


অনলাইন ডেস্ক
মার্চ ৩, ২০২৪ । ৬:৩৯ অপরাহ্ণ
নদীতে ভাসতে ভাসতে তীরে ভেড়েন মিষ্টি জান্নাত
সংগৃহীত ছবি

ঢাকাই সিনেমার এ সময়ের নায়িকা মিষ্টি জান্নাত। নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ‘দেহ’ নামে এ সিনেমাটি পরিচালনা করবেন সালমান হায়দার।

খবরটি জানিয়ে গণমাধ্যমকে এই নায়িকা বলেন, ‘দেহ’ সিনেমার গল্প অসাধারণ। প্রায় এক যুগ আগে সিনেমার গল্প লিখেছেন নির্মাতা। শিগগিরই এ সিনেমার শুটিং শুরু হবে। আশা করছি ভালো একটি সিনেমা উপহার পাবেন দর্শকরা।

বরযাত্রীবাহী এক নৌকায় ডাকাত দল ঝাঁপিয়ে পড়ে, স্বর্ণালংকারসহ সবকিছু লুট করে নেয়। গ্রামের সহজ-সরল কন্যা ফুলির চোখের সামনেই তার কাকা-কাকিকে ডাকাতরা হত্যা করে। মাঝনদীতে ফুলির মাথায় আঘাত করে তাকে নদীতে ফেলে দেয়। ফুলির দেহ গঙ্গার জলে ভাসতে ভাসতে এক তীরে ভেড়ে। এরপর ফুলির জীবনে নতুন এক অধ্যায় শুরু হয়।

শাহাদৎ হোসেন লিটন পরিচালিত ‘লাভ স্টেশন’ চলচ্চিত্রের মাধ্যমে মিষ্টির অভিষেক বড়পর্দায়। এরপর কাজ করেছেন আরও বেশ কিছু চলচ্চিত্রে। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র ‘তুই আমার রানি’ ছবিতেও অভিনয় করেন তিনি।

 

সূত্র: দৈ/যু


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১