সর্বশেষ :

ঘাটাইলে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ তেলের মিল কারখানায় তেল উৎপাদন


মোশারফ হোসেন,টাঙ্গাইল :
মার্চ ৩, ২০২৪ । ৬:৫২ অপরাহ্ণ
ঘাটাইলে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ তেলের মিল কারখানায় তেল উৎপাদন

টাঙ্গাইলের ঘাটাইলে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ তেলের মিল কারখানা সরকার কর্তৃক অনুমোদন বিহীন অবৈধ ভাবে করে যাচ্ছে তেল উৎপাদন। বছরের পর বছর দিনের পর দিন চালিয়ে যাচ্ছে এই তেল তৈরির কার্যক্রম।

নেই কোন কাগজপত্র সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে সরকার কর্তৃক অনুমোদন বিহীন গড়ে উঠেছে কাটাইলে জমজমাট সরিষার তেলের ব্যবস্থা।
দিনের পর দিন ঠিকই তেল তৈরি করে যাচ্ছে। যন্ত্রাংশে ময়লা আবর্জনায় ভরপুর অপরিসূন্যতা পরিবেশ অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে তারা তেল তৈরি করছে।

এতে করে মানুষের জীবনের স্বাস্থ্যের জুকি আছে। এতে করে হতে পারে নানান রোগ বালাই। এর মধ্যে উল্লেখযোগ্য কারখানা হলো মেসার্স মা অয়েল মিল ব্রাহ্মণ শাসন বাজার। প্রোভাইডার মোঃ শামসুল হক। মের্সাস হাজী অয়েল মিল মো: বাবুল হাজী কদমতলী বাজার। এভাবে তারা দিনের পর দিন এই অবৈধ তেল তৈরি করে যাচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১