সর্বশেষ :

বঙ্গবন্ধুর সমাধিতে দুই এমপির শ্রদ্ধা


অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ । ৫:১১ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর সমাধিতে দুই এমপির শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পৃথকভাবে শ্রদ্ধা জানিয়েছেন নেত্রকোনা -১ আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী ও ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।

এই দুই সংসদ সদস্য আজ সোমবার টুঙ্গিপাড়ায় এসে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তারা বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থেকে জাতির পিতার প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।

পবিত্র ফাতেহাপাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৭৫ এর ১৫ আগস্টের শহিদ ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহিদের রুহের মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, সাফল্য এবং দীর্ঘায়ূ কামনা করেন তারা।

টুঙ্গিপাড়া উপজেলা প্রকৌশলী মো. ফয়সাল আহমেদসহ নেত্রকোনা -১ ও ময়মনসিংহ-১০ নির্বাচনী এলাকার নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে সমাধিসৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন দুই এমপি।

 

সূত্র : বাসস


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭