কুষ্টিয়ায় মাংস কিনে এনে রান্নার পর সেই মাংসের তরকারীতে মিলল পুরুষাঙ্গ
সাইফ উদ্দীন আল-আজাদ, কুষ্টিয়া:
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ । ৪:৪৭ অপরাহ্ণ
ফলো করুন-
সংগৃহীত ছবি
অবিশ্বাস্য ও ভয়ংকর ঘটনা ঘটায় এলাকায় চলছে নানা গুঞ্জন। বাজার থেকে মাংস কিনে এনে রান্নার পর সেই মাংসের তরকারীতে মিলল পুরুষাঙ্গ।
কুষ্টিয়া সদর উপজেলার ৪নং বটতৈল ইউনিয়নের বটতৈল দক্ষিণপাড়া প্রাইমারি স্কুলের সামনে মোঃ সোহান এর বাড়িতে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা।
জানাযায়, কুষ্টিয়া শহরের চোঁরহাস ফুলতলা বাজার থেকে মাংস কিনে নিয়ে আসার পর,সে মাংস রান্না করা হয়।রান্নার পর যখন খাবার সরবরাহের জন্য মাংসের টুকরা বাটিতে তোলা হয়,
এরপরেই বাড়ির গৃহিণী মানুষের পুরুষাঙ্গর মাথা দেখতে পেয়ে বাড়ির অন্যান্য সদস্যদের জানান। এ ঘটনা মুহুর্তের মধ্যে এলাকায় প্রচার হয়ে যায়। খবর ছড়িয়ে পড়লে,
রান্না করা পুরুষাঙ্গ দেখতে কৌতুহলী নারী-পুরুষেরা সকাল থেকেই ভীড় জমিয়েছে সোহানের বাড়িতে। এ বিষয়ে স্থানীয় জগতি পুলিশ ফাঁড়ি ও সদর থানার কর্মকর্তাদের সঙ্গে কথা হলে ডিবির আশিক জানান,
আমরা বিষয়টি জেনে সরজমিনে গিয়ে অঙ্গটি উদ্ধার করে হেফাজতে নিয়েছি,তদন্ত করে নিশ্চিত করা যাবে,আসলে এটি কিসের মাংস।
আপনার মতামত লিখুন :