শান্তিগঞ্জের বীরগাঁও প্রিমিয়ার লীগ সিজন-৩ এর, পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
রুয়েব আহমেদ, শান্তিগঞ্জ:
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ । ১২:১৪ অপরাহ্ণ
ফলো করুন-
সংগৃহীত ছবি
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পুর্ব বীরগাঁও ইউনিয়নে যুব সমাজের উদ্দোগ্যে আয়োজিত, বীরগাঁও প্রিমিয়ার লীগ, সিজন -৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছ।
অদ্য ২৩/০২/২০২৪ ইংরেজি রোজ শুক্রবার বেলা ২ টা থেকে বিকাল ৫ পর্যন্ত ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণীর মাধ্যমে ২০২৪ প্রীমিয়ার লীগ সিজন-৩ এর খেলা সমাপ্তি করা হয়,
উক্ত লীগে মোট ৫ টি দল অংশগ্রহন করে, এলিভেন বুলেট বীরগাঁও ও বীরগাঁও হিটারস ফাইনালে যায়। ফাইনাল ম্যাচে হিটারসের ১৩৭ রানের টার্গেটে ব্যাট করে ২ অভার হাতে রেখে ৫ উইকেটে জয়লাভ করে এলিভেন বুলেটস।
দলের হয়ে সর্বোচ্চ রান( ৫০*) করে ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন দলীয় ক্যাপ্টেন শাহনেওয়াজ। টূর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসাবে নির্বাচিত হন হাসনাইন ফুয়াদ ও সর্বোচ্চ উইকেট শিখারী শাহনেওয়াজ।
পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রদান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং পুর্ব বীরগাঁও ইউনিয়ন চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম, সজিবুল ইসলাম,সাইদুর রহমান, সাদিকুর রহমান বাছন, তুজায়েল আহমেদ, নাহিদ আহমেদ প্রমুখ।
আপনার মতামত লিখুন :