সাতক্ষীরার কুশখালী সীমান্ত থেকে ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক
রমজান আলী সাতক্ষীরা:
ফেব্রুয়ারি ২২, ২০২৪ । ২:৫৩ অপরাহ্ণ
ফলো করুন-
সংগৃহীত ছবি
সাতক্ষীরার কুশখালী সীমান্ত এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে সদর উপজেলার কুশখালী সীমান্তের মাঝেরপাড়া কিন্ডার গার্ডেন স্কুল মোড় হইতে ভাদড়া মাঠ গামী কাঁচা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীর নাম মোঃ আনারুল ইসলাম(২৮)। সে সদর উপজেলার ঘোনা কাজীপাড়া গ্রামের মোঃ মনিরুল ইসলামের ছেলে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিদুল ইসলাম জানান, সদর উপজেলার কুশখালী সীমান্তের মাঝেরপাড়া কিন্ডার গার্ডেন স্কুল মোড় হইতে ভাদড়া মাঠ গামী কাঁচা রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে সদর থানা পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়।
এ সময় সেখান থেকে ৫ কেজি গাঁজাসহ উক্ত মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। তিনি আরো জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে সোপার্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :