‘একুশে ফেব্রুয়ারি’ – কবিতা

‘একুশে ফেব্রুয়ারি’ – কবিতা
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

একুশে ফেব্রুয়ারি বাংলার বুকে আসবে বছর ঘুরে,
রফিক জব্বার সালাম বরকত তারা আসবে না আর ফিরে!
মাতৃভাষার জন্য যাদের রক্ত ঝরেছে রাজপথে,
তাদের অবদানের কথা ভুলিব কোন মতে।

সন্তানহারা মায়ের কান্না একুশে ফেব্রুয়ারি,
তাদের আত্মত্যাগের কথা ভুলতে কি পারি,
মাতৃভাষার জন্য যারা জীবন করেছে দান,
দেশপ্রেমী তারা শহীদ তারা থাকবে হৃদয়ে অম্লান।

যাদের জন্য পেলাম আজ মোদের বাংলা ভাষা ,
তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা গাঁথা থাকবে জীবনঠাশা ,
একুশে ফেব্রুয়ারি মানে জাগ্রত চেতনা ,
একুশ মানে স্বাধিকার আদায়, মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি।

যারা ভাষার জন্য দিয়েছেন জীবন শ্রদ্ধা ভরে আমরাও করব তাদের স্মরণ,
তাদের স্মৃতিতে মোরা একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে যাই,
শহীদদের রক্তের বিনিময়ে পেয়েছি মোরা মাতৃভাষা তাই,
আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি পেয়ে ধন্য বাংলা ভূমি,
একুশে ফেব্রুয়ারি ওমর হয়ে থাকবে হৃদয় চুমি।

লেখক- মোঃ পিয়ারুল ইসলাম,
শেরপুর, বগুড়া।