সর্বশেষ :

প্রতারণার মাধ্যমে বহু বিয়ে ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ তোফায়েল এর বিরুদ্ধে  


জাহিদুল ইসলাম ,জয়পুরহাট:
ফেব্রুয়ারি ১৪, ২০২৪ । ৬:৫৭ অপরাহ্ণ
প্রতারণার মাধ্যমে বহু বিয়ে ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ তোফায়েল এর বিরুদ্ধে  
সংগৃহীত ছবি
জয়পুরহাট ১৪ই ফেব্রুয়ারি, জয়পুরহাটের কালাইয়ে পুনট ইউনিয়ন ধাপ শিকটা  গ্রামের আব্দুল লতিফ সিকদারের ছলে তোফায়েলের নরকীয় ভুয়া তথ্য দিয়ে বহুবিবাহ প্রতারণা ও ব্ল্যাকমেইলিং করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীর কদমতলী থানায়  স্বামীর বিরুদ্ধে  অভিযোগ করেছেন  সানজিদা সুলতানা শুভ্রা (২১) নামে এক নারী।
ঢাকার ভূতের গলি  কদমতলী থানায় ২২ জানুয়ারি ২০২৪ করা অভিযোগে স্বামী তোফায়েল (৪১) কে একমাত্র বিবাদি করা হয়েছে। অভিয়োগে  বলা হয়, নিজেকে বড় কোম্পানির সিনিয়ার কর্মকর্তা ও মাস্টার্স পাস সনদ ধারী শিক্ষিত ব্যক্তি পরিচয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের আইডি কার্ড ব্যবহার করে মধ্য বয়সি বাবার সম্পত্তি টাকা পয়সা ওয়ালা ঘরের মেয়েকে টার্গেট করে প্রতারণামূলক বিয়ে করা।
সর্বশেষ তার স্ত্রী  সানজিদা সুলতানা শুভ্রা ৪ লাখ ৭৩ হাজার টাকা আত্মসাথের বেপরোয়া অযৌক্তিক দাবি  ও উচ্ছৃঙ্খল আচরণে অতিষ্ঠ হয়ে গত বছর ২২ জানুয়ারি হুমকির প্রেক্ষিতে  কদমতলী থানায় প্রতারক স্বামী তোফায়েলের বিরুদ্ধে অভিয়োগ  করেন।
অভিযোগের আলোকে জানা গেছে, সানজিদার  বাবার নাম আঃ জব্বার ঠিকানা- চাঁদপুর জেলার মতলবপুর থানার মোহনপুর গ্রামের মোঃ জব্বারের মেয়ে  সানজিদা সুলতানা শুভ্রা পিয়ও/৩পি ২৪ ফুট ১০ নং রোড ভুতের গলি।
ফেসবুকের মাধ্যমে তোফায়েলের  সঙ্গে বন্ধুত্ব হয়। একপর্যায়ে তাদের প্রেমের সম্পর্ক গড়ে উঠলে সানজিদাকে বিয়ে করবেন বলে সানজিদা তার পরিবারকে জানায়। তখন তারা তোফায়েলকে বায়োডাটা আনতে বলেন।
ভুক্তভোগী  ও অভিযোগের বিবরণে  জানা যায় সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে ফেসবুকে পরিচয় অতঃপর প্রণয়  থেকে প্রণয় হলে ইসলামিক শরীয়ত মোতাবেক ৪ লক্ষ টাকা কাবিন বলে তোফায়েলের সঙ্গে ইসলামী শরীয়ত মোতাবেক গত ১০-১০ ২০২৩ সালে বিয়ে হয় বিয়ের পর হইতে এখন প্রায় চার মাস হয়েছে মোঃ তোফায়েল বিভিন্ন রণকৌশলে ধাপে ধাপে  চার লক্ষ ৪ লাখ ৭৩ হাজার টাকা আত্মসাৎ করে  এবং আমাকে ঢাকার একটি ভাড়া বাসায় রেখে আত্মগোপন করে চলে যান আমাকে কোন প্রকার ভরণপোষণ দেওয়া থেকে নিজেকে বিরত রেখেছে,
এরপর আমি তোফায়েল ও আমার ছবি আমার নিজ ফেসবুক আইডিতে  পোস্ট করি তখন জৈনক  রাবেয়া রাবু  নামের এক নারী তোফায়েলের দ্বিতীয় বউ দাবী করা এই নারী আমাকে ফোন করে  হুমকি ধামকি ও পৃথিবীর থেকে চিরতরে বিদায় করে দিবে বলে হুমকি দেয় এবং নিজেকে পরিচয় দেয় চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রেসকার বলে৷
সানজিদা সুলতানা শুভ্রা বলেন  এছাড়া সে এখনো  একাধিক মেয়েকে আত্মগোপনে বিয়ে করেছে সকলের সঙ্গে এরকম প্রতারণামূলক অর্থ আত্মসাৎ করে  আমার ধারণা, তোফায়েল একটি চক্রের সদস্য। ওই চক্রের মাধ্যমে আমাকে ব্ল্যাকমেইলিং করে টাকা হাতিয়ে নিয়েছে এরকম হাজারো মেয়ের জীবন নষ্ট করতে পারে৷ তার শিক্ষাগত স্নাতক ডিগ্রি  ভুয়া পরিচয় দিয়ে প্রতারণামূলক বহু বিয়ে করেছেন  আমি এর সুষ্ঠু তদন্তপূর্বক বিচার চাই৷
অভিযোগের ব্যাপারে জানতে অভিযুক্ত তোফায়েলের দুটি মোবাইল নম্বরে ফোন দেওয়া হলেও বন্ধ পাওয়া যায়। ঢকার কদমতলী থানার অফিসার ইনচার্জ ওসি  সাংবাদিকদের বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে আসামি পলাতক রয়েছে আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে ৷

ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭