মিরপুর ফুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
আশিক আলী মিরপুর:
ফেব্রুয়ারি ৮, ২০২৪ । ৭:০৮ অপরাহ্ণ
ফলো করুন-
সংগৃহীত ছবি
কুষ্টিয়া মিরপুর উপজেলা ফুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই বরন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। যেখানে ২০২৪ সালে বিদ্যালয়টি থেকে ৭৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষার অংশগ্রহণ করবে। সেই লক্ষ্যে ছাত্রছাত্রীদেরকে বিদায় দেয়া হয়। একই সাথে ২০২৪ সালে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়া ৫৬ ছাত্রছাত্রীকে বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে ফুলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নুরুল ইসলাম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া বিট অফিসার এসআই তুহিন আলী,ছাতিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আহাদ আলী, মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, ইউপি সদস্য আব্দুল করিম,যুবলীগ সভাপতি শাহিন আলী, মিরপুর প্রেসক্লাব-এমপিসির সদস্য নাঈম খন্দকার সহ গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ ।
আপনার মতামত লিখুন :