ভাইরাল অডিওর বিষয়ে যা বললেন দেব


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৮, ২০২৪ । ১১:৩৬ পূর্বাহ্ণ
ভাইরাল অডিওর বিষয়ে যা বললেন দেব

লোকসভা ভোটের ঠিক আগে তিনটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কমিটি থেকে টালিউড অভিনেতা ও সাংসদ দেবের (দীপক অধিকারী) সরে দাঁড়ানো নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে। এরই মাঝে বুধবার একটি অডিও ক্লিপ প্রকাশ্যে এসেছে।

বিষয়টি নিয়ে দিল্লি থেকে মুখ খুললেন তৃণমূলের সাংসদ দেব। তার বক্তব্য, এ ব্যাপারে তার বিশেষ কিছু বলার নেই। যা বলার তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই বলবেন। তার কথায়, ‘দিদিই উত্তর দেবেন।’

প্রকাশ্যে আসা অডিও ক্লিপে এক ব্যক্তিকে বলতে শোনা গেছে, দেব নাকি তার কাছ থেকে এমপি ল্যাডের (সাংসদ তহবিল) ৩০ শতাংশ কমিশন চেয়েছেন। ওই ব্যক্তির কথায়, ‘আমি দিদিকে এমন কথা বলেছি যে, দেব আমার কাছ থেকে তার এমপি ল্যাড থেকে ৩০ শতাংশ কমিশন চাইছেন। দিদি বলেছেন, ‘ছেড়ে দে। ওর কাজটা করিস না।’

কিন্তু আমি তো দিদিকে বলেছি। দিদি জানে। সব দেখেও তো ওকে সাপোর্ট করেছেন। কেন করেছেন? ওকে আবার রাজনীতিতে প্রয়োজন। কাজেই ভালোমন্দ, এখানে সততা বলে কিছু নেই। সততার মূল্য নেই। যে যত চুরি জোচ্চুরি-বাটপাড়ি করতে পারবে, তারাই গিয়ে ওই…। বিরোধীদের দাবি, অডিও ক্লিপের কণ্ঠস্বর যার, তিনি আর কেউ নন, ঘাটালের সাবেক তৃণমূল বিধায়ক শঙ্কর দলুই। শঙ্কর অবশ্য দাবি করেছেন, ওই কণ্ঠস্বর তার নয়।

ওই অডিও ক্লিপ প্রসঙ্গে দেবের বক্তব্য, যেহেতু ওই ব্যক্তির সঙ্গে দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) কথা হয়েছে, তাই যা উত্তর দেওয়ার দিদিই দেবেন। বাজেট অধিবেশনের জন্য এখন দিল্লিতে রয়েছেন দেব।

সেখান থেকে সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘আমার ওপর কিছু নির্ভর করে নেই। আমার যা করার, যা বলার, তা আমি দলকে বলে দিয়েছি। যে অডিও ক্লিপটি বেরিয়েছে, সেই মতো দেখলে, দিদি আর ওর মধ্যে কিছু কথা হয়েছে। দিদিই উত্তরটা দেবেন। আমার কিছু বলার নেই।’

এ বিষয়ে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেছেন, ‘দেবের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে। সে কারণেই কেউ একটা এ রকম অডিও ক্লিপ বানিয়ে বাইরে ছড়িয়ে দিয়েছে।’

২০১৪ সালের লোকসভা ভোটে ঘাটালে বাংলা সিনেমার সুপারস্টার দেবকে প্রার্থী করে চমক দিয়েছিলেন মমতা। প্রথম বার ভোটে দাঁড়িয়ে বামফ্রন্টের সিপিআই প্রার্থী সন্তোষ রানাকে পরাজিত করে সাংসদ হন তিনি। ২০১৯ সালে প্রাক্তন আইপিএস তথা বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে হারিয়ে দ্বিতীয়বার জয়ী হন দেব।

 

সূত্র : বাসস

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭